শনিবার ২৮ জুন ২০২৫ - ২১:৫৭
সাহসিকতার স্বীকৃতি: সাহার ইমামিকে ‘সিমন বলিভার পুরস্কার’ দিল ভেনেজুয়েলা

ইরানি সংবাদ উপস্থাপিকা সাহার ইমামির সাহসিকতা এবং ইসরায়েলি হামলায় শহীদ ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংবাদকর্মীদের সম্মান জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁদেরকে মর্যাদাপূর্ণ ‘সিমন বলিভার পুরস্কার’ প্রদান করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইরানের জাতীয় টেলিভিশন চ্যানেল IRINN-এর স্টুডিওতে ইহুদিবাদী দখলদার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় সাহসিকতা প্রদর্শনের জন্য এই সম্মাননা দেওয়া হয়।

এই পুরস্কার সাহার ইমামির অসাধারণ মনোবল ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি। হামলার সময় তিনি সরাসরি সম্প্রচারে ছিলেন এবং বিস্ফোরণের পরপরই স্টুডিওতে ফিরে এসে পুনরায় সম্প্রচার শুরু করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়। পুরস্কারটি ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাদুরো সাহার ইমামি ও শহিদ সংবাদকর্মীদের ‘সত্য ও প্রতিরোধের মুখপাত্র’ হিসেবে অভিহিত করেন এবং তাদের ‘অসাধারণ সাহসিকতা ও সংগ্রামী চেতনা’র জন্য শ্রদ্ধা জানান।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীও পূর্বে সাহার ইমামির সাহসিকতাকে প্রশংসা করে বলেছিলেন, “এটি ছিল জাতির জন্য গৌরবান্বিত এক উজ্জ্বল মুহূর্ত।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha